ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪টায় এই সভা হওয়ার কথা ছিল।
মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে আমাদের সমাবেশ করতে দেবে না বলে জানিয়ে দিয়েছে।
“তারা বলছেন, ‘সমাবেশের অনুমতি নেই’।”
সালাম জানান, তারা এই সমাবেশের জন্য ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন। ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে কয়েকদিন আগেই চিঠিও দেয়া হয়।
এই সমাবেশে বিশিষ্ট নাগরিক, গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক, ঢাকায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের আমন্ত্রণ জানানো হয় বলে জানান তিনি।