পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের পার্বত্য অঞ্চলে দেশটির সেনাবাহিনীর আকাশ হামলায় ৮০ জনেরও বেশি বিদ্রোহী জঙ্গি নিহত হয়েছেন।
বুধবার পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় বিদ্রোহী জঙ্গিনেতা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান বিদ্রোহী জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।
বিশেষ করে পাকিস্তানের তালেবান গোষ্ঠী প্রায়ই দেশটির সরকারের বিভিন্ন স্বার্থে হামলা চালিয়ে থাকে।
২০১৩ সালের জুনে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফ দায়িত্ব গ্রহণ করার পর বিদ্রোহী জঙ্গিদের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিলেন।
এ লক্ষ্যে তালেবান প্রতিনিধিদের সঙ্গে সরকারের কয়েক দফা আলোচনাও হয়। এ সময় তালেবান গোষ্ঠী ঘোষণা দিয়ে হামলা বন্ধ রাখে।
কিন্তু সরকারের সঙ্গে সমঝোতা না হওয়ায় আলোচনা ভেস্তে যায়। আর এরপরই জঙ্গিদের হামলা যেমন বেড়ে যায়, পাকিস্তান সরকারও বিদ্রোহীদের দমনে দৃশ্যত কঠোর অবস্থানে চলে যায়।
এরই অংশ হিসেবে জঙ্গি বিদ্রোহীদের ঘাঁটি বলে পরিচিত এলাকাগুলোতে ধারাবাহিক অভিযান জোরদার করে দেশটির নিরাপত্তা বাহিনী।
আফগান সীমান্তবর্তী দেশটির পার্বত্য অঞ্চল উত্তর ওয়াজিরিস্তান সন্ত্রাসী জঙ্গিদের নিরাপদ গোপন আস্তানা বলে পরিচিত।
সেখানে আত্মগোপন করে থাকা শীর্ষ জঙ্গি নেতারা আফগানিস্তান ও পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন প্রাণঘাতী হামলা পরিচালনা করে বলে কথিত আছে।
সর্বসাম্প্রতিক পাকিস্তান সেনা বাহিনীর সমর কপ্টার নিয়ে চালানো এই অভিযানের আওতায় মির আলি বয়া এলাকাও ছিল বলে জানা গেছে।