ব্যবসায়ীকে হাতুড়ি পেটা করে টাকা লুট

0
189
Print Friendly, PDF & Email

ষ্টিয়ার ভেড়ামারায় মাসুদ মালিথা (৪২) নামের এক ভূষিমাল ব্যবসায়ীকে হাতুড়ি পেটা করেছে সংঘবদ্ধ সন্ত্রাসীরা৷ এরপর লুট করে নিয়ে গেছে নগদ ৬৫ হাজার টাকা এবং একটি স্বর্ণের চেইন৷ গুরুতর আহত ব্যবসায়ীকে স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করেছে৷ গত মঙ্গলবার সকালে ভেড়ামারার চর বাড়াদি গ্রামে এ ঘটনাটি ঘটে৷ সে মিরপুর উপজেলার নওদাখাঁড়ারা গ্রামের মতিয়ার মালিথা’র পুত্র৷ এ বিষয়ে আহতর বড় ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে৷ অভিযোগে প্রকাশ, বুধবার সকালে ভূষিমাল ব্যবসায়ী মাসুদ মালিথা ভূষিমাল ক্রয় করার জন্য চর বাড়াদি গ্রামে যাচ্ছিল৷ এসময় তিনি জনৈক জাহিদুল ইসলামের বাড়ির সনি্নকটে পৌছালে পূর্ব শুত্রুতার জের ধরে সন্ত্রাসী ইসলাম’র নেতৃত্বে সোহাগ, গিয়ান মন্ডল, তাইজেল, আনারুল সংঘবদ্ধ হয়ে ভারী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে লাঠি ও হাতুড়ি পেটা করে৷ এসময় লুট করে নিয়ে যায় নগদ ৬৫ হাজার টাকা এবং একটি স্বর্নের চেইন৷ গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করেছে৷ এ দিকে বিকেলে আবারও সন্ত্রাসী হামলা চালায় ইসলাম গ্রুপের সন্ত্রাসীরা৷ বাজার থেকে প্রয়োজনীয় কাজ শেষ করে শাহানুল (২৮) বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার স্বীকার হয়৷ পরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হয়৷ এরমধ্যে মাসুদ মালিথা গ্রুপের আহতরা হলো ঃ জহুরুল ইসলাম (৫০), রিপন (২৫), শাহাআলম (২৮), রিপন (২২)হাকিম (২৪)এরশাদ (২২),শায়ন (২৪)৷ আহতদের কে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে৷

শেয়ার করুন