গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১ গৃহবধূ নিহত, আহত

0
512
Print Friendly, PDF & Email

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধের জের ধরে আজ বুধবার সকাল ১১টার দিকে দুই পক্ষের সংঘর্ষে এক গৃহবধূ নিহত সহ ৫ জন আহত হয়েছে।জানা গেছে, উপজেলার শিবপুর ইউনিয়নের সরদারহাট উচ্চ বিদ্যালয়ের জমিদাতার স্বজনদের সাথে বিদ্যালয় কর্তৃপক্ষের বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর প্রেক্ষিতে বিদ্যালয়ের পক্ষ হয়ে এলাকাবাসী আজ বিদ্যালয়ের জমি মাপজোক করতে গেলে জমি দাতার স্বজনরা বাধাদেয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে বিদ্যালয় সংলগ্ন বাসিন্দা নিত্য রঞ্জন সরকারের স্ত্রী অঞ্জলি রানী ময়না (২৫) স্বামীকে নিবৃত্ত করতে এসে সংঘর্ষের মধ্যে পরে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। তাকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বেলা ১টার দিকে তার মৃত্যু হয়। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) মেহেদি হাসানের নেতৃত্বে পুলিশ মোতায়েন করা হয়েছে। –

শেয়ার করুন