একনেকে ৬৩৮৬ কোটি টাকার চার প্রকল্প অনুমোদন

0
148
Print Friendly, PDF & Email

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৪টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ছয় হাজার ৩৮৬ কোটি টাকা।
আজ বুধবার সকালে শেরেবাংলা নগরেরর জাতীয় অথনৈতিক পরিষদের (এনইসি) সভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।
সভাশেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুমোদিতপ্রকল্পগুলোর বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
অনুমোদিত প্রকল্পগুলো হলো- বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ প্রকল্প, এটি বাস্তবায়নে ব্যয় হবে ১৯৪ কোটি টাকা। ডিজিটাল বাংলাদেশের জন্য ওয়্যারলেস ব্রডব্যান্ড নেটওর্য়াক স্থাপন প্রকল্প, এটি বাস্তবায়নে ব্যয় হবে ৯৫৭ কোটি টাকা, এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩৪৫ কোটি এবং কোরিয়ান এক্সিম ব্যাংক দেবে ৬১২ কোটি টাকা। উওরা লেক উন্নয়ন প্রকল্প, এটি বাস্তবায়নে ব্যয় হবে ৩৭ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১২ কোটি এবং রাজউক দেবে ২৫ কোটি টাকা। পল্লী বিদ্যুৎ বিতরণ সিস্টেমের সংস্কার প্রকল্প, (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) এটি বাস্তবায়নে ব্যয় হবে ৫ হাজার ১৯৮ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১ হাজার ২৯৩ কোটি, পল্লী বিদ্যুৎ সমিতির ৩০০ কোটি এবং বিশ্বব্যাংক দেবে ৩ হাজার ৭০৫ কোটি টাকা।
একনেক বৈঠকে আরো উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান প্রমুখ।

শেয়ার করুন