হুয়াওয়ের স্মার্ট ফোনে ছাড়

0
197
Print Friendly, PDF & Email

বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশের বাজারে তাদের অত্যাধুনিক সুবিধাসম্পন্ন হ্যান্ডসেটগুলো বাজারজাত করে আসছে। হুয়াওয়ে ডিভাইস বাংলাদেশের বাজারে চাহিদা বিবেচনা করে বেশ কিছু স্মার্টফোন ছেড়েছে। এরমধ্যে ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে তাদের দুটি স্মার্টফোন হ্রাসকৃত মূল্যে বিক্রয় করছে।

হুয়াওয়ে অ্যাসেন্ড পি সিক্স এবং হুয়াওয়ে অ্যাসেন্ড মেট হ্রাসকৃত মূল্যে বিক্রয় করছে হুয়াওয়ে । হুয়াওয়ে ফ্ল্যাগশিপ অ্যাসেন্ড পি সিক্স এর পূর্বমূল্য ছিল ৩৪হাজার ৯৯০ টাকা যা ৫ হাজার টাকা কমে এখন বর্তমান মূল্য ২৯ হাজার ৯৯০ টাকা। হুয়াওয়ে অ্যাসেন্ড মেট এর পূর্বমূল্য ছিল ৩১ হাজার ৯৯০ টাকা যার ৪ হাজার টাকা কমে এখন বর্তমান মূল্য দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৯০ টাকা। একইসাথে হুয়াওয়ে অ্যাসেন্ড জি ৬১০ এর সাথে এখন একটি ৮ জিবি মেমোরি কার্ড এবং ফ্লিপ কভার থাকছে উপহার হিসেবে। ফোনটি বর্তমানে ১৪ হাজার ৯৯০ টাকা মূল্যে পাওয়া যাচ্ছে।

হুয়াওয়ে অ্যাসেন্ড পি সিক্স বাজারের অন্যতম স্লিম স্মার্টফোন যার পুরুত্ব মাত্র ৬.১৮ মিমি। হুয়াওয়ে অ্যাসেন্ড মেট এর রয়েছে একটি চমৎকার ডিসপ্লে।

এছাড়াও হুয়াওয়ের অ্যাসেন্ড ওয়াই ৫১১ মডেলটি ৬ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে। যদিও এই ফোনের ক্যামেরার সঙ্গে নেই ফ্ল্যাশ লাইট। অ্যাসেন্ড জি ৭০০ মডেলটি ১৯ হাজার ৯৯০ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে।

অ্যাসেন্ড পি সিক্স, অ্যাসেন্ড মেট, এবং অ্যাসেন্ড জি ৭০০ ফোনগুলো সিটি ব্যাংক এমেক্স কার্ড, ব্রাক ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ০% ইন্টারেস্টে ৬টি সহজ কিস্তিতে ক্রয় করা যাবে।

হুয়াওয়ের পণ্য ও সেবা সুবিধা বিশ্বের ১৭০টিরও বেশি দেশে পাওয়া যায়। ২০১৩ সালে স্মার্টফোন শিপমেন্টে ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশনের তথ্য অনুযায়ী হুয়াওয়ে সারাবিশ্বে তৃতীয় স্থান অধিকার করে।

শেয়ার করুন