খুন, গুম ও অপহরণের প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ-সৈয়দ মেহেদী আহমেদ রুমী
কুষ্টিয়া প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিচার বর্হিভূত হত্যাকান্ড, গুম, খুন ও অপহরণের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার বিকেলে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী৷
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, সিনিয়র যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, এম এ শামীম আরজু, কুমারখালী পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা নুরুল ইসলাম আনসার প্রামানিক, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামসুজ্জহিদ, ক্রীড়া সম্পাদক আল আমিন কানাই, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুইদ বাবুল, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন, ইবি ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, জেলা জাসাসের সভাপতি ইমরান আহম্মেদ সঞ্জু, কুমারখালী পৌর বিএনপির সাংগঠনিক সনম্পাদক রবিউল ইসলাম, কুমারখালী পৌর বিএনপির সহ-সভাপতি মনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ জাকারিয়া উত্পল, গোলাম হাফিজ পিপুল, শহর ছাত্রদলের সভাপতি মাহাফুজুর রহমান মিথুন, কুমারখালী থানা ছাত্রদলের সভাপতি অ্যাড. জাকারিয়া আনসার মিলন৷ অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আলহাজ্ব মনোয়ার হোসেন৷
সভাপতির বক্তব্যে মেহেদী রুমী বলেন, সরকারের লোকেরা দেশব্যাপী হত্যাযজ্ঞ চালাচ্ছে৷ সমগ্র বাংলাদেশ জুড়ে মানুষ খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে তাই সারা দেশের মানুষকে এক হয়ে আন্দোলনে নামতে হবে৷ খুনি সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন রক্ত আর থামবে না৷ এই সরকারের অঙ্গ সংগঠন ছাত্রলীগ-যুবলীগ সারা দেশে জনগণের ওপর জুলুম নির্যাতন করছে৷ তিনি বলেন, এ সরকার দেশ পরিচালনায় সম্পূর্ন ব্যর্থ৷ দেশে গণতন্ত্র না থাকলে মানবাধিকার ও আইনের শাসন থাকে না৷ আর একারনেই অব্যাহৃত খুন গুমের ঘটনা ঘটছে৷ তিনি বলেন, আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন মধ্যযুগীয় বরর্বতাকে হার মানিয়েছে৷ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা করতে ফ্যাসিস্ট জুলুমবাজ ও অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে শীর্ষ নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে৷ তিনি বলেন, ভোটবিহীন কলংকিত সরকার গঠন করায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশে খুন, গুম সংঘটিত হচ্ছে৷
অধ্যক্ষ সোহরাব উদ্দিন তার বক্তব্যে বলেন, খুনী, অবৈধ সরকার যতদিন থাকবে ততদিন দেশে এই অবস্থা থাকবে৷ এভাবে চলতে দেয়া যাবে না৷ তাদের বিরুদ্ধে রাজপথে নামতে হবে৷ তিনি বলেন, দেশব্যাপী গুম-খুনের সঙ্গে জড়িত সরকার এবং সরকারি দলের লোকেরা৷ তাই অপহরণকারীদের খুঁজে পাওয়া যাচ্ছে না৷ তিনি বলেন, সরকারের এসব অন্যায়-অত্যাচার থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে৷ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা করতে ফ্যাসিস্ট জুলুমবাজ ও অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে শীর্ষ নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে৷ সরকারকে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে হবে৷