গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ২ শ্রমিক নিহত

0
536
Print Friendly, PDF & Email

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে শহরের পান্থাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আবু হানিফের নাম জানা গেছে। তার বাড়ি কুড়িগ্রাম জেলায়। অপর নিহত ও আহতদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক টাঙ্গাইল থেকে ৩১ জন শ্রমিক নিয়ে রংপুর যাচ্ছিল। পথে রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী টি.আর পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আবু হানিফসহ দুই শ্রমিকের মৃত্যু হয়।

আহতদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজীমেক) হাসপাতালে ও বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন