থাইল্যান্ডে সামরিক শাসন জারি করা হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোরে সেনাবাহিনীর পক্ষ থেকে আকস্মিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। এমন আশঙ্কা আগেই করা হয়েছিল। এবার তা বাস্তবে রূপ নিল।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, দেশটিতে গত প্রায় ছয় মাস ধরে চলা রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে সামরিক শাসন জারি করল সেনাবাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, এটা কোনো অভ্যুত্থান নয়। শান্তি বজায় ও শৃঙ্খলা রক্ষার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
১৯৩২ সাল থেকে দেশটিতে ১৮টি অভ্যুত্থান বা অভ্যুত্থানের চেষ্টা হয়েছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, সামরিক শাসনে দেশটির ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের কাজে কোনো বাধা হবে না। সবকিছুই স্বাভাবিক থাকবে। সেনাবাহিনী কেবল জাতীয় নিরাপত্তার দায়িত্ব পালন করবে। সামরিক শাসন জারির ঘোষণার জনগণের ভয় পাওয়ার কিছু নেই। তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে।