বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকদের জ্ঞাতব্য

0
127
Print Friendly, PDF & Email

সরকার অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, বেসরকারি ব্যবস্থাপনার কিছু হজ এজেন্সি এবং তাদের স্থানীয় প্রতিনিধি, গ্রুপ লিডার, কাফেলা লিডারগণ কর্তৃক সহজ সরল ধর্মভীরু হজযাত্রীদের নানা ধরণের প্রতিশ্রুতি প্রদান করতঃ অনেক কম টাকায় পবিত্র হজ পালনের লক্ষ্যে উদ্বুদ্ধ করে হজযাত্রী সংগ্রহ করছে। আজ এক তথ্য বিবরণীতে একথা বলা হয়
এতে বলা হয়, ১০ মার্চ ২০১৪ তারিখে মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত ২০১৪ খ্রি./১৪৩৫ হিজরি সনের হজ প্যাকেজে বেসরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছুক হজযাত্রীদের ন্যূনতম ব্যয়ের পরিমাণ ২ লাখ ৯৫ হাজার ৭৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকার ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ মূল্যের কম টাকায় হজ করানোর প্রতিশ্রুতি প্রদান করা জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৫ হিজরি/২০১৪ খ্রিঃ ও হজ প্যাকেজ-২০১৪ খ্রি./১৪৩৫ হিজরি এর পরিপন্থী এবং দণ্ডনীয় অপরাধ।
এমতাবস্থায়, সম্মানিত হজযাত্রীদের সরকার ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ মূল্যের কম টাকায় হজ পালনের প্রতিশ্রুতি প্রদানকারী হজ এজেন্সি/গ্রুপ লিডার/কাফেলা লিডারদের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হচ্ছে এবং এরূপ ব্যক্তিদের বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনসহ পুলিশ বিভাগের সহায়তা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে।
এ ছাড়া সরকারের পক্ষ থেকে ২০১৪ সালের হজ কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদনপ্রাপ্ত হজ এজেন্সির মালিক কিংবা বৈধ প্রতিনিধির সঙ্গে তিন শত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে প্রদেয় সুযোগ সুবিধাদি উল্লেখপূর্বক চুক্তি স্বাক্ষর করত সরকার কর্তৃক অনুমোদিত ও প্রকাশিত তালিকাভুক্ত সংশ্লিষ্ট হজ এজেন্সির ব্যাংক হিসাবে সব ধরনের আর্থিক লেনদেন করার জন্যও অনুরোধ করা হচ্ছে। এ সংক্রান্ত সব তথ্যাদি www.hajj.gov.bd ওয়েব সাইটে পাওয়া যাবে। –

শেয়ার করুন