চট্টগ্রাম ৫ তলা ভবনের একাংশ ভেঙে পড়েছে

0
157
Print Friendly, PDF & Email

চট্টগ্রাম মহানগরীর বন্দর নিউমুড়িং এলাকায় একটি ৫ তলা ভবনের একাংশ ভেঙে পড়েছে। সোমবার বিকেলে আমীর সাধু নামের এই ভবনের বর্ধিতাংশের নির্মাণকাজ করার সময় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর পরই পুলিশ ও সিডিএ’র কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ভবনটির যাবতীয় নির্মাণ এবং সম্প্রসারণ কাজ বন্ধ করে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইপিজেড থানার আওতাধীন নিউমুড়িং এলাকার বাসিন্দা মৃত ফসিউল আলমের স্ত্রী রাশেদা আলমের মালিকানাধীন আমীর সাধু নামের ৫ তলা ভবনটি প্রায় ৩০ বছর আগে নির্মাণ করা হয়। পুরনো ভবনটিতে সম্প্রতি বর্ধিত অংশের নির্মাণকাজ শুরু করে মালিকপক্ষ।

সোমবার নির্মাণ করার সময় ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার বর্ধিতাংশ ভেঙে পড়ে। এ সময় ভবনের নিচে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার-২ প্রকৌশলী মোহাম্মদ শামীম জানান, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভবনের যাবতীয় নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি। ভবন মালিককে ভবনের নকশা প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে। নকশা দেখে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে সিডিএ।’

শেয়ার করুন