পাবনার আটঘরিয়া উপজেলার মল্লিকপাড়া থেকে সোমবার দুপুরে রেশমা খাতুন (২৭) নামের এক স্বামী পরিত্যক্তা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিজ বাড়ী থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত রেশমা ওই এলাকার ইসমাইল হোসেনের মেয়ে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লেলিন আলমগীর জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।