বেনাপোল’র পুটখালি সীমান্তে আজ সোমবার ভোরে সিরাজুল ইসলাম (২৫) নামে বাংলাদেশী এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ।
২৩ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে: কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, ভোর রাতে বাংলদেশী গরু ব্যবসায়ী সিরাজুল পুটখালি সীমান্ত দিয়ে গরু নিয়ে দেশে ফিরে আসার সময় ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে পিটিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় সিরাজুল দেশে ফিরে আসার পর ভোরের দিকে মারা যায় সে।
বেনাপোল পোটর্ থানা পুলিশ নিহতের লাশ উদ্দার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে বলে বেনাপোল পোটর্ থানার ওুসি অপর্ব হাসান জানান। নিহত সিরাজুল ঝিকরগাছা উপজেলার কাইম কোলো গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।