যৌন হয়রানির দায়ে দুবাইয়ে বাংলাদেশি শ্রমিকের জেল

0
137
Print Friendly, PDF & Email

আরব আমিরাতের দুবাইয়ে ৭ বছরের এক শিশুকে যৌন হয়রানির দায়ে এক বাংলাদেশি শ্রমিককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুবাইয়ের একটি আদালত গতকাল এ রায় দেন। সাজা পাওয়া বাংলাদেশি এ শ্রমিকের নাম জানা যায়নি। শুধু তার নামের আদ্যক্ষর ডি এম বলে জানা যায়।

ঘটনাটি ২০১৩ সালের ডিসেম্বরের। যৌন হয়রানির শিকার মেয়েটি তার মাকে সঙ্গে করে তাদের ভাড়া করা ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি দেখতে যান। মেয়ে ও মা ফ্ল্যাটটি ঘুরেফিরে দেখছিল। তখন ফ্ল্যাটটিতে কর্মরত ২৫ বছর বয়সী বাংলাদেশি এ শ্রমিক মেয়েটিকে ফ্ল্যাটের এক টয়লেটে [ওয়াশরুম] আলতো করে চুমু খেয়ে বসেন ও জাপটে ধরেন। মেয়েটি মাকে পরক্ষণেই এ ঘটনার কথা জানান। মেয়েটির মা আদালতে এসব কথা বলেন।

মেয়েটির মা শ্রমিককে এ ব্যাপারে জিজ্ঞাসা করতে গেলে ওই শ্রমিক [শ্রমিক] হাঁটু গেড়ে বসে মেয়েটির মায়ের পায়ে চুমু খান এবং ঘটনার জন্য ক্ষমা চান। সেই সঙ্গে পুলিশ না ডাকার অনুরোধ করেন তিনি। তবে মহিলা ক্ষমা করেননি। বরং পুলিশ ডাকেন। অবশ্য পুলিশ আসার আগেই বাংলাদেশি এ শ্রমিক পালিয়ে গিয়েছিল।

আদালতে বাংলাদেশি এ শ্রমিক তার অপরাধের কথা স্বীকার করেনি। তিনি মেয়েটিকে স্রেফ আলতো করে একটি চুমু খেয়েছেন বলে জানান। তবে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেন। বরং মেয়েটিকে ওয়াশরুম থেকে বের হওয়ার ব্যাপারে রাস্তা দেখাচ্ছিলেন বলে তিনি আদালতকে বলেন।আদালতের বিচারক এ ঘটনায় বাংলাদেশি শ্রমিককে দোষী সাব্যস্ত করেন। ৬ মাসের সাজা খাটা শেষে তাকে দেশে ফেরত পাঠানো হবে বলেও বিচারক তার রায়ে জানান।

এদিকে এ রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। ১৫ দিনের মধ্যে তা করতে হবে।

শেয়ার করুন