কুমারিত্ব নিলামে তুলে আলোচনায় এসেছিলেন এলিজাবেথ রেইন (২৭) নামক এক মেডিকেল ছাত্রী। নিলামে তার কুমারিত্বের মূল্য উঠেছিল প্রায় ৮ লাখ ডলার। এবারে তিনি পড়াশোনায় মনোযোগ দেয়ার জন্য নিলাম বাতিল করার ঘোষণা দিলেন। এ খবর দিয়েছে বৃটেনের মিরর। জীবনে কোন নগ্ন পুরুষ দেখেননি বলে দাবি করেন এলিজাবেথ। নিলামে সব থেকে যিনি বেশি দাম হাঁকাবেন তার সঙ্গে ১২ ঘণ্টা সময় অতিবাহিত করবেন বলে এর আগে ঘোষণা দিয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার একটি ব্লগপোস্টে তিনি এ কথা জানান। নিলামে দাম ওঠানোর জন্য তিনি খোলামেলা ছবি পোস্ট করেছিলেন অনলাইনে। যুক্তরাষ্ট্রে বিধিনিষেধ থাকায় কুমারিত্ব নিলামের জন্য তিনি অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক এক এজেন্টকে নিয়োগ করেন। তিনি তার আসল পরিচয় গোপন রেখেছেন। নিলামে জয়ী ব্যক্তির কাছে পরিচয় প্রকাশ করবেন বলে তিনি জানিয়েছিলেন। কোন ধরনের পুরুষের কাছে নিজের কুমারিত্ব বিকিয়ে দিতে চান এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মূলত অর্থ উপার্জনের দিকেই গুরুত্ব দিচ্ছি।