ভূতের সঙ্গে মৌর বসবাস

0
123
Print Friendly, PDF & Email

আশপাশে যারা আছে সবাই ভূত। তাদের আতংকে দিন কাটে সুকন্যার। সব সময় একটা অজানা আতংক। কখন এসে ঘাড় মটকে দিয়ে যায় ভূতের পাল। কিন্তু দিন যত যেতে থাকে আতংক তত কমতে থাকে। ভূতের সঙ্গে এক সময় ভালো সম্পর্ক গড়ে সুকন্যা। এই রকম একটি গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হল টেলিফিল্ম ‘গভীর জলের ভূত’। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় এতে সুকন্যা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে তিনি জানান, ‘এ রকম গল্প সাধারণত হয় না। চারপাশে শুধু ভূত আর আমি একা মানুষ। নাটকের পাণ্ডুলিপি যখন পড়ি তখন অনেক ভয় পেয়েছিলাম। তবে শুটিং করতে গিয়ে অনেক মজা পেয়েছি। ভিন্ন আঙ্গিকের পাণ্ডুলিপিতে অভিনয় করা সব সময় আমি পছন্দ করি। যার কারণে এই টেলিফিল্মটিতে অভিনয় করা। আশা করি দর্শক টেলিফিল্মটি দেখে মজা পাবেন।’ ভূতের চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মাজনুন মিজান, সামিয়া প্রমুখ। টেলিফিল্মটি ঈদে একুশে টিভিতে প্রচার হবে বলে নির্মাতা জানান। –

শেয়ার করুন