ষষ্ঠ দফায় সোমবার দেশের ১২ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার মধ্যরাত থেকে এসব উপজেলায় প্রচার প্রচারণা শেষ হয়েছে। ১২ উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে মোট ১৯৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরমধ্যে চেয়ারম্যান পদে ৬৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২ জনসহ মোট ১৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিবাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলায় সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সিইসি গত ১৬ মার্চ ৬ষ্ঠ দফায় ১৪ উপএজলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তবে আইনী জটিলতার কারণে পটুয়াখালীর রাঙাবালী ও নারায়নগঞ্জ বন্দর উপজলার নির্বাচন হচ্ছে না। সোমবার যেসব উপজেলায় নির্বাচন হবে সেগুলো হলো, রংপুর সদর, কাউনিয়া, গঙ্গাচরা, পীরগাছা, সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার তালতুলী, রাজবাড়ীর কালুখালী, গাজীপুর সদর, টাঙ্গাইলের বাসাইল, বিবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ। এরমধ্যে বি-বাড়িয়ার বিজয়নগর ও বরগুনার তালতুলী নবগঠিত উপজেলায় প্রথমবারের মতো ভোট অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। ইতোমধ্যে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। –