নাইজেরিয়ার ইসলামী জঙ্গি গোষ্ঠি বোকো হারামকে নিষিদ্ধ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আবেদন করার প্রস্তুতি নিয়েছে দেশটি। শনিবার পশ্চিমা কূটনীতিকদের একটি সূত্র একথা জানিয়েছেন। সূত্র জানায় “বোকো হারামের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব রাখতে নীতিগতভাবে সম্মত হয়েছে নাইজেরিয়া।”
সূত্র আরো জানায়, সম্ভাব্য নিষেধাজ্ঞা জারির বিষয়টি পরীক্ষা করে দেখার আগে নাইজেরিয়াকে এ বিষয়ে অনুরোধ জানাতে হবে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্য দেশের মধ্যে নাইজেরিয়াও আছে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বোকো হারামের সঙ্গে লড়াই নিয়ে জাতিসংঘের দ্বারস্থ হওয়ার ব্যাপারে নাইজেরিয়ার পক্ষ থেকে কিছু জানা যায়নি।
কট্টর ইসলামপন্থী বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এ লক্ষ্যে নাইজেরিয়া সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে গোষ্ঠীটি।