বিএনপির দুই নেতাকে ‘গুম’ করার অভিযোগ তুলে কুমিল্লা র্যাব-১১ এর সাবেক সিইও লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ র্যাবের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দুই বিএনপি নেতা হলেন-কুমিল্লা জেলার লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু ও লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ূন কবির পারভেজ।
আজ রবিবার বেলা সাড়ে ১১টায় হুমায়ূন কবির পারভেজের বাবা রঙ্গন মিয়া বাদী হয়ে কুমিল্লা চিফ জুডিশিয়াল আদালতে অপহরণ ও গুমের মামলাটি দায়ের করেন।
র্যাব-১১ এর সাবেক সিইও লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ছাড়া মামলার বাকি আসামিরা হলেন-কুমিল্লা র্যাব-১১ ও সিপিসি-দুই এর অধিনায়ক মেজর শাহেদ রাজীব, উপ-সহকারী পরিচালক শাহজাহান আলী, উপ-পরিদর্শক (এসআই) কাজী সুলতান এবং উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার রায়।
কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের পর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা নার্গিস লাকসাম থানা পুলিশকে এ মামলার তদন্তভার অর্পণ করেন।