এবারে চলতি বছর এসএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শীর্ষ ২০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মেধা তালিকায় নোয়াখালী জিলা স্কুল ১৬তম ও নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ১৭তম স্থান অধিকার করে।
নোয়াখালী জিলা স্কুল থেকে এবার ২৬৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন । এর মধ্যে ২৬২ জন পাশ করে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯৮জন ও ব্যবসায়িক শিক্ষায় ১৪জনসহ ১১২জন জিপিএ-৫ পেয়েছে।
নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৯০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে ২৮৯ জন পাশ করে । এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯৫ জন ও ব্যবসায়িক শিক্ষায় ২৬ জন সহ ১২১ জন জিপিএ-৫ পয়েছে। এ ফলাফলে পাশ করা শিক্ষার্থীদের মাঝে ব্যপক উত্সাহ উদ্ধিপনা লক্ষ্য করা গেছে।