উইন্ডোজ ফোনে বিবিএম

0
162
Print Friendly, PDF & Email

উইন্ডোজ অপারেটিং সিস্টেম (ওএস) নির্ভর স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ব্ল্যাকবেরি মেসেঞ্জার (বিবিএম) উন্মুক্ত করছে ব্ল্যাকবেরি। এর আগে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের জন্য এই ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি উন্মুক্ত করেছে কানাডাভিত্তিক মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি।
ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছরের শেষ নাগাদ উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের কাছে বিবিএম সেবাটি পৌঁছে যাবে। এ ছাড়া নকিয়া এক্স প্ল্যাটফর্ম ব্যবহারকারীরাও এ সুবিধা পাবেন। উল্লেখ্য, নকিয়া এক্স সিরিজের স্মার্টফোনে কাস্টমাইজড অ্যান্ড্রয়েড ওএস রয়েছে।
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, মেসেজিং সেবার দিক থেকে এখন হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাটের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে বিবিএম। এখন নতুন আয়ের উত্স বের করতে বিবিএম নিয়ে পরিকল্পনা বদলেছে ব্ল্যাকবেরি। বর্তমানে সাড়ে আট কোটিরও বেশি ব্যবহারকারী সক্রিয়ভাবে ব্ল্যাকবেরি মেসেঞ্জার ব্যবহার করেন। নতুন ব্যবহারকারী বাড়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে বিবিএমকে উন্মুক্ত করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

শেয়ার করুন