প্রধানমন্ত্রী বিচার বিভাগকে হুমকি দিয়েছেন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেন অভিযুক্ত র্যাব কর্মকর্তাদের গ্রেফতার করা হচ্ছে না। কেন এই টালবাহানা? সরকার তাদের রক্ষা করতে চায়। কারণ তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করে বিরোধী দলকে দমন করা হচ্ছে। জাতীয় প্রেসক্লাবে গতকাল শুক্রবার দুপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা বিশেষ আদালতে স্থানান্তরের প্রতিবাদে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, দেশব্যাপী যে গুম-খুন হচ্ছে তা প্রধানমন্ত্রীর নির্দেশেই হচ্ছে। কারণ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এজন্যই হাইকোর্টের নির্দেশের পরে অভিযুক্ত র্যাব কর্মকর্তাদের গ্রেফতারে সরকার টালবাহানা করছে। কারণ, তার মধ্যে একজন সরকারের মন্ত্রীর জামাই রয়েছে।
র্যাব মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আগে বলা হতো ছেলে ঘুমালো পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। আর এখন বলতে হবে ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো র্যাব এলো দেশে।
খালেদা জিয়া ও তারেক রহমান জনগণের জন্য রাজনীতি করে এই কারণে তাদের রাজনীতি থেকে দূরে রাখতে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বিজেপিকে বিএনপির পক্ষ থেকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের নতুন সরকার দু’দেশের মধ্যে বিরাজমান সমস্যা সমাধানে এগিয়ে আসবে।
ফখরুল বলেন, ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠন করতে যাচ্ছে। ভারত একটি গণতান্ত্রিক দেশ। সেখানে গণতন্ত্রের বিজয় হয়েছে। আমরা তাদের অভিনন্দন এবং স্বাগত জানাই।
বিজেপির উদ্দেশে তিনি বলেন, নিকটতম প্রতিবেশী হিসেবে আশা করব, দুই দেশের মধ্যে বিরাজমান সমস্যা ও চ্যালেঞ্জগুলো ভারতের নতুন সরকার সঠিকভাবে অনুধাবন করবে। বাংলাদেশের মানুষের মনের কথা বোঝার চেষ্টা করবে। তিস্তার ন্যায্য হিস্যা ও সীমান্তহত্যা বন্ধে এগিয়ে আসবে।
বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-মহিলাবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।