ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও গ্রামে আগুনে সাতটি পরিবারের ১৫টি ঘর পুড়ে গেছে।
আজ সকাল সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
ক্ষতিগ্রস্থরা জানায়, বনগাঁও গ্রামের মো. রবিনের থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা চারিদিকে ছড়িয়ে পরে। এসময় একে একে মোসলেম উদ্দিন, আনোয়ার হোসেন, তসিরুল ইসলাম, সফিউদ্দিন ও নুরুন্নবীসহ সাত পরিবারের ১৫টি ঘর পুড়ে যায়।
পীরগঞ্জ উপজেলার দমকল বাহিনীর স্টেশন ইনচার্জ মো. কাইয়ুম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।