গত বছরে দীপিকার ঝুলিতে ছিল চার চারটে সুপাহিট ছবি৷ এই বছরে মুক্তি পেতে তিনটে৷ দীপিকা এখন বলিউডের শুধু ডিভাই নয়, পরিচালকদের হট ফেভারিট৷ তবে এত জনপ্রিয়তা, সাফল্য সত্বেও একদম খুশি নন দীপিকা৷ ভাবছেন আবার সেই বস্তা পচা রণবীর কাপুর কাব্য? একদমই না, দীপিকার আরকে কাব্য এখন ইতিহাস৷ দীপিকা বরং এখন ভাবেন বর্তমান ও ভবিষ্যৎ সর্ম্পকে৷ তবে তা কখনই প্রেম নয়৷ আসল গপ্পোটা হল, এত কাজ করে বেশ ক্লান্ত বোধ করছেন দীপিকা৷ তার উপর রণবীর কাপুর, রণবীর সিং নিয়ে রোজ রোজ রটেই চলেছে নানা গসিপ৷ একদিকে গসিপ, আরেকদিকে শ্যুটিং সব দিক থেকে পালাতে চলেছেন দীপিকা পাড়ুকোন৷ জানা গিয়েছে, মে মাসের শেষ সপ্তাহে সিনেমা থেকে এক মাসের ছুটি নিয়ে মার্কিনে উড়ে যাচ্ছেন দীপিকা৷
দীপিকা জানিয়েছে, ‘মোটামুটি হাতের কাজ শেষ৷ নতুন যে কটা ছবি আছে সে ছবি গুলোর শ্যুটিং শুরু হতে দেরি আছে৷ তাছাড়াও ছবির কনট্র্যাক্ট সই করার আগে পরিচালকদের জানিয়ে ছিলাম এই শ্যুটিংয়ের কথা৷’ তবে সব গসিপের মুখে ছাই ফেলে দীপিকা জানিয়েছেন, ‘এটা একেবারেই ফ্যামিলি ভ্যাকেশন৷’