র‌্যাব এখন মূর্তিমান বর্গীসেনা রক্ষীবাহিনীর প্রেতাত্মা: বিএনপি

0
115
Print Friendly, PDF & Email

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) ‘সিরিয়াল কিলার’ অভিহিত করে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী বলেছেন, র‌্যাব এখন মানুষের ঘুম কেড়ে নেয়া মূর্তিমান বর্গীসেনা। বুধবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
র‌্যাবের বিলুপ্তি দাবি করে রুহুল কবির রিজভী বলেন, দেশব্যাপী সিরিয়াল কিলারের নাম এখন র‌্যাব। রাষ্ট্রের নির্মম, নিষ্ঠুর ও রক্ত নিংড়ানো পিস্টন যন্ত্রের নাম র‌্যাব। র‌্যাব এখন রক্ষীবাহিনীর প্রেতাত্মা। সরকার কর্তৃক দেশব্যাপী খুন-খারাপি চালিয়ে যাওয়ার নিজস্ব মার্সিনারি বাহিনীতে পরিণত করা হয়েছে র‌্যাবকে। সেজন্য র‌্যাব একের পর এক মানবতাবিরোধী অপরাধ করার পরও আইনের হাত থেকে রেহাই পেয়ে যাচ্ছে।
‘জনমনে যে আতঙ্ক রয়েছে তা দূর করতেই র‌্যাবের বিলুপ্তি চাইছে বিএনপি’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের মন থেকে কখনো এই আতঙ্ক, আশঙ্কা কাটবে না। এই ভীতি এবং আশঙ্কা কাটানোর জন্য র‌্যাবকে সংস্কার করে খুব একটা কাজ দিবে না। এটি বিলুপ্ত করতে হবে।
রিজভী বলেন, আগে বাবা-মায়েরা শিশু সন্তানদের ঘুম পাড়াতো বর্গীদের কথা বলে। এখন র‌্যাবের কথা বলে ঘুম পাড়ায়। তাই র‌্যাবের সংস্কার করলেও জনমনে যে আতঙ্ক রয়েছে তা দূর হবে না।
বিএনপির এই নেতা বলেন, র‌্যাবকে ঘাতক বাহিনীতে পরিণত করা হয়েছে। এর সুনাম পুরো নষ্ট হয়েছে। এখন মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে র‌্যাব।
তিনি অভিযোগ করেন, র‌্যাবকে রাজনৈতিক হত্যাকা-ের দায়িত্ব দেয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য র‌্যাবকে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক ছত্রছায়ায় তারা বেপরোয়া হয়ে পড়েছে। খাল-বিল, নদীতে পাওয়া যাচ্ছে লাশ। সারাদেশ যেন এক মহাশ্মশানে পরিণত হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ছয় মাস আগে কুমিল্লার লাকসামে গুম হওয়া সাবেক সংসদ সদস্য হিরু ও স্থানীয় বিএনপি নেতা হুমায়ুন গুমের পেছনে ওই মন্ত্রীর জামাতা র‌্যাব কর্মকর্তা জড়িত বলে অভিযোগ করেছেন হিরু-হুমায়ুনের পরিবার। র‌্যাব-১১-এর চাকরিচ্যুত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদের বিচারের দাবিতে এখন লাকসামেও সর্বস্তরের জনগণ ফুঁসে উঠেছে।
১৭ মে ডেমরার সমাবেশের অনুমতি বিষয়ে জানতে চাইলে তা পরে জানানো হবে বলে জানান রিজভী।
এর আগে গত মঙ্গলবার নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামের বাড়িতে গিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিহতের পরিবারকে সান্ত্বনা দেয়ার সময় র‌্যাব বিলুপ্তির দাবি তোলেন। তিনি সে সময় বলেন, র‌্যাব থাকলে মানুষের মধ্যে আতঙ্ক থাকবে। সরকারের সর্বোচ্চ মহলের ইন্ধনেই সেভেন মার্ডারের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

শেয়ার করুন