ধর্ষণে ব্যর্থ হয়ে দম্পতিকে মারধর, আ.লীগ নেতাকে গণধোলাই

0
296
Print Friendly, PDF & Email

ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হওয়ার পর জেলার সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরগোপালগাঁও গ্রামে এক দম্পতিকে মারধর করেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

পরে গ্রামবাসী এসে ওই আওয়ামী লীগ নেতাকে ধরে গণধোলাই দিয়েছে।

বুধবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়, গ্রামের সফিউল্যাহ মিঞার নতুন বাড়ির দিনমজুর মো. ওসমান গণির স্ত্রী মাসুদা আক্তার (২৫) প্রকৃতিক ডাকে বুধবার রাতে বের হন।

এ সময় ওঁৎ পেতে থাকা পার্শ্ববর্তী বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ওরফে তুফান মফিজ এবং চরগোপালগাঁও গ্রামের ইসমাইল হোসেনসহ ৮/১০ জন বখাটে মাসুদাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার করে।

এ সময় মাসুদার চিৎকারে তার স্বামী ওসমান গণি এগিয়ে এলে বখাটেরা উভয়কে ব্যাপক মারধর করে এবং তাদের বসতঘরে ভাঙচুর চালায়।

এক পর্যায়ে এই দম্পতির আর্তচিৎকারে গ্রামবাসী ঘটনাস্থলে এসে তুফান মফিজকে আটক করে গণদোলাই দেয়। পরে স্থানীয় আওয়ামী লীগের নেতারা এর সমাধান করেন।

কুঠির হাটের রুবেল-রুমা কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোহাম্মদ সেলিম তুফান মফিজকে নিজ জিম্মায় নেন। এ ঘটনায় এলাবাসীর মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এ ব্যাপারে সোনাগাজী মড়েল থানার ওসি আবু জাফর সালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন