মুন্সীগঞ্জে মেঘনা নদীতে তিন শতাধিক যাত্রী নিয়ে এমভি মিরাজ-৪ নামে একটি লঞ্চ ডুবে গেছে। লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বরে যাচ্ছিল। বিকেল সাড়ে ৪টায় এ রিপোর্ট পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।বিকেল সোয়া ৩টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় লঞ্চটি।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ঢাকার সদরঘাট থেকে সুরেশ্বর যাবার পথে গজারিয়ার চাঁদিখাল নামক স্থানে ঝড়ের কবলে পড়ে এমভি মিরাজ-৪ নামে একটি লঞ্চ ডুবে গেছে বলে আমরা শুনেছি। লঞ্চটি দুপুর আড়াইটার সময় মুন্সীগঞ্জ ঘাট অতিক্রিম করে যায়। এ সময় কিছু যাত্রী সেখানে নেমে যায়। লঞ্চটি থেকে নেমে যাওয়া যাত্রীদের বরাত দিয়ে তিনি জানান, লঞ্চটিতে তিন শতাধিক যাত্রী ছিল।