বিএনপির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু বলেছেন, ‘দেশ এখন গণ-বিস্ফোরণের অপেক্ষায় রয়েছে। জনগণ থেকে বিচ্ছিন্ন অবৈধ অগণতান্ত্রিক এ সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠেছে। দেশের বর্তমান অবস্থায যেন সেই পঁচাত্তরের বাকশালী দুঃশাসনের পদধ্বনি শোনা যাচ্ছে।’
আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগর বিএনপির প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিনু বলেন, ‘এদেশের ১৬ কোটি মানুষ গণতন্ত্রে বিশ্বাসী। স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দলটি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তাই সহনশীলতা, ধৈর্য, কৌশল দিয়ে আগামীতে নারী নেতৃত্ব নিশ্চিতকরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
সম্মেলন সঞ্চালনা করেন-জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা মামুন।