পলাশবাড়ীতে জামায়াত কর্মীর লাশ উদ্ধার

0
521
Print Friendly, PDF & Email

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রোস্তম আলী (৪০) নামে এক জামায়াত কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর-পার্বতীপুর সড়কের একটি ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রোস্তম মহদীপুর গ্রামের ময়নউদ্দিনের ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, সকালে ঠুটিয়াপাকুর বাজারের কাছে সড়কের ওপর রোস্তমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে জখমের চিহ্ন রয়েছে বলে ওসি জানান।

এদিকে পলাশবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর ইউনিয়ন জামায়াতের আমির আবু তালেব মাস্টার রোস্তমকে নিজেদের সমর্থক বলে দাবি করেছেন।

শেয়ার করুন