কুষ্টিয়া প্রতিনিধি : মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, মেহেরপুরের মুজিবনগর বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের শ্রদ্ধার শ্রেষ্ট স্থান৷ দেশী বিদেশী সমস্ত পর্যটকদের এখানে আসা উচিত৷ যাতে করে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভাল করে বুঝতে পারে৷
মুজিবনগর আমার কাছে একটি স্বপ্নের স্থান৷ আমি বহু বছর ধরে এখানে আসতে চেয়েছি৷ আজ মুজিবনগরে এসে আমার সেই পুরোনো স্বপ্ন নতুন করে বাস্তাবয়ন হলো৷ আজ বুধবার মেহেরপুরের মুজিবনগরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্্ের পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে মুজিবনগর সফর সমন্ধে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা এ অভিব্যাক্তি ব্যাক্ত করেন৷
এর আগে তিনি সকাল সাড়ে ১১ টায় মেহেরপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সার্কিট হাউজে একান্ত বৈঠক শেষে ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শনে যান৷ সেখানে বাউল শিল্পীরা লালনের গান গেয়ে রাষ্ট্রদূতকে স্বাগত জানান৷ এ সময় রাষ্ট্রদূত বাউলদের সাথে প্রায় আধা ঘন্টাব্যাপি লালনের গানের আড্ডায় অংশ নেন৷ পরে তিনি মুজিবনগরের বিভিন্ন দর্শনীয় স্থান ও স্পট ঘুরে ঘুরে দেখেন৷
বাংলাদেশ মানচিত্রের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি৷ এসময় তিনি আরো বলেন, এখানে বিশাল মানচিত্রে বাংলাদেশের কোথায় কিভাবে যুদ্ধ করা হয়েছে৷ এবং ভাস্কর্যগুলো মুক্তিযুদ্ধের সংগ্রামকে সঠিকভাবে তুলে ধরেছে৷ এটি খুবই চমত্কার একটি ঐতিহাসিক স্থান৷
রাষ্ট্রদূতের এই সফরের সময় তার সফরসঙ্গী দূতাবাসের প্রেস কর্মকর্তা মেরিনা ইয়াসমীন, সহকারী রাজনীতি বিশেষজ্ঞ লুবাইন চৌধুরী মাসুমসহ মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম, মেহেরপুর-১ আসনের সাবেক সাংসদ প্রফের আব্দুল মান্নান, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷