চট্টগ্রাম উত্তরের সাত থানায় বিএনপির নতুন নেতৃত্ব শীঘ্রই

0
103
Print Friendly, PDF & Email

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষিত হওয়ার পর থানা ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের তৃণমূল রাজনীতিতেও সাংগঠনিক কাঠামো নির্ধারণে তোড়জোড় শুরু হয়েছে। সম্প্রতি লায়ন আসলাম চৌধুরী ও আবদুল্লাহ আল হাসানকে সদস্যসচিব মনোনীত করে তৃণমূল পর্যায় থেকে শুরু করে উত্তর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় বিএনপি দায়িত্ব অর্পণ করে। এ জন্য বর্তমান আহ্বায়ক কমিটিকে দুই মাসের সময়সীমা বেধে দেওয়া হয়েছে। তারই আলোকে আগামী দু’একদিনের মধ্যে চট্টগ্রাম উত্তরের ৭টি থানার আহবায়ক কমিটি ঘোষণা করা হবে বলে দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম উত্তরের ৭ থানায় সর্বোচ্চ একমাসের জন্য বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কাউন্সিল শেষে থানা পর্যায়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন হলে সর্বশেষ উত্তর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে। এ প্রসঙ্গে উত্তর জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আসলাম চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, উত্তর জেলার ৭টি থানায় যোগ্যতার ভিত্তিতে নতুন-পুরাতন অনেকেই নেতৃত্বে আসবেন। তবে কেন্দ্রীয় কমিটিতে আছেন এমন কোনো সদস্য থানা পর্যায়ের নেতৃত্বে স্থান পাবেন না। তৃণমূলের রাজনীতিকে শক্তিশালী করতে আমরা তৃণমূলের নেতাদেরকে গুরুত্ব দেব। একইভাবে যোগ্যতার ভিত্তিতে তরুণ নেতৃত্ব যাতে ওঠে আসে, সেদিকটাও বিবেচনায় রাখা হবে। সরজমিনে জানা যায়, হাটহাজারী থানা বিএনপির আহ্বায়ক হিসেবে উত্তর জেলা বিএনপির সদ্যবিদায়ী যুগ্মসম্পাদক নুর মোহাম্মদ সদস্যসচিব হিসেবে উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সোলায়মান মঞ্জু কিংবা সিটি কর্পোরেশনের ১নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান মনোনীত হতে পারেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে রাউজান থানায় আহ্বায়ক হিসেবে মহিউদ্দিন আহমেদ, সদস্যসচিব হিসেবে জসিম উদ্দিন চৌধুরী, মীরসরাই থানায় জালাল আহমেদ ও নুরুল আমীন, ফটিকছড়ি থানায় কাজী মোহাম্মদ সালাউদ্দিন ও ওমর ফারুক, রাঙ্গুনীয়া থানায় ফজলুল করিম মিনা ও অধ্যাপক মহসিন যথাক্রমে আহ্বায়ক ও সদস্যসচিব মনোনীত হতে পারেন। পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দ রাঙ্গুনীয়া পৌরসভার চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত ও নাজিম উদ্দিন চৌধুরীও আহ্বায়ক-সদস্যসচিব মনোনীত হতে পারেন বলে মত দিয়েছেন। এদিকে থানা কমিটির পাশাপাশি একই সময়ে যেসব থানায় পৌরসভা রয়েছে, সেসব পৌরসভা বিএনপির কমিটিও গঠন হবে বলে জানা গেছে।

শেয়ার করুন