বিশ্বের সবচেয়ে পুরোনো এবং সবচেয়ে সুরক্ষিত শুক্রাণু পাওয়া গেছে অস্ট্রেলিয়ায়৷ এটি এক কোটি ৭০ লাখ বছর আগের ছোট্ট চিংড়ির একটি প্রজাতির শুক্রাণু৷ বিজ্ঞানীরা গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন৷ প্রসিডিংস অব দ্য রয়েল সোসাইটি বি সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বলা হয়, কুইন্সল্যান্ড রাজ্যের রিভার্সলেই ওয়ার্ল্ড হেরিটেজ ফসিল সাইট থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১ দশমিক ৩ মিলিমিটার লম্বা ওই শুক্রাণু৷ সেখানে অনেক অসাধারণ প্রাগৈতিহাসিক প্রাণীর (বিরাট আকারের দাঁতওয়ালা প্লাটিপাস, মাছখেকো ক্যাঙারু ইত্যাদি) চিহ্ন আগেও পাওয়া গেছে৷ নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যা, পৃথিবী ও পরিবেশবিজ্ঞান বিশেষজ্ঞ মাইক আর্চার বলেন, শুক্রাণু আবিষ্কারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ রিভার্সলেই এলাকায় হয়তো আরও অনেক িবস্ময় অপেক্ষা করছে৷ এএফপি৷