খুন-গুম-অপহরণসহ দেশের অরাজক পরিস্থিতি তুলে ধরে গণফোরাম সভাপতি প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, এখন জনমত যাচাই করা হলে মানুষের প্রথম চাওয়া হবে নিরাপত্তা। দেশের বর্তমান সমস্যা সম্পর্কে জানতে চাওয়া হলে মানুষ নিরাপত্তাহীনতাকেই আগে বলবে। আজ বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জে আইনজীবী চন্দন সরকারের হত্যাকারীদের গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত-বিচার, সারাদেশে খুন-গুম-অপহরণের প্রতিবাদে এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। ড. কামাল বলেন, সংবিধান মেনে রাষ্ট্র পরিচালিত হোক। রাষ্ট্রের সব নিরাপত্তা বাহিনী আইনের দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হোক। কারো আদেশে আদিষ্ট হয়ে নয়। এটি হলে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আইনের শাসন থাকে না। –