রাজধানীর ফকিরাপুল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের কর্মীরা। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ফকিরাপুলের পুলিশ হাসপাতালের সামনে থেকে এ মিছিলটি বের করা হয়। তবে শাহজাহানপুরের দিকে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মিছিলকারীরা মিছিল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে স্লোগান দেওয়া হয়।