কারিনা কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করার পর আসে নবাবি ব্রেক-আপ! তারপর চলার পথে হাত ধরলেন বিশ্বসুন্দরীর। করণ জোহরের চ্যাট শোতে এসে ফলাও করে সেই বিশেষ বন্ধুত্বের কথা স্বীকারও করলেন। কিন্তু শেষ রক্ষা হলো কই! প্রিয়াঙ্কা ও শাহিদের পথ দুদিকে বেঁকে গেল।
তবে তাতে কীই-বা আসে যায়। প্রেম কখন কোনরূপে জীবনের দরজায় এসে কড়া নাড়ে, তা কি আর আগে থেকে হলফ করে বলা যায়? সত্যি যায় না। তাই তো সহকর্মী সোনাক্ষী যে কখন আদরের ‘সোনা’ হয়ে গেলেন, তা বুঝে ওঠার আগেই মিডিয়ায় সাড়া পড়ে গেল। না পড়ে কি উপায় আছে, বলুন!
শুধু করন জোহারের চ্যাট শোতেই যে দুজনকে একসঙ্গে দেখা গেছে, তা নয়। এ জুটিকে এখন সর্বত্রই দেখা যাচ্ছে। সম্প্রতি সব জল্পনা উসকে দিয়ে তাদের যুগলে বান্দ্রার একটি নাইট ক্লাব থেকে বেরোতে দেখা গেছে।
শুধু তা-ই নয়, এরপর ‘রাত আভি জওয়ান হে’ মন্ত্রে দীক্ষিত হয়ে তারা কয়েকজন বন্ধুর সঙ্গে সোজা চলে যান শাহিদের নতুন আস্তানা জুহুতে। এখনও যদি এরা বলেন, তারা শুধু ‘ভালো বন্ধু’ ছাড়া আর কিছুই নন, তখন সত্যি সব প্রশ্ন ছেড়ে দিতে হয় কালের ভেলায়।