ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে সাহেব আলী (৪৫) ও হেলাল উদ্দিন (৩২) নামে দুই বাংলাদেশি শ্রমিক আটক হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ধর্মগড় সীমান্তের ৩৭২ নম্বর পিলার এলাকার ওপারে ভারতের অভ্যন্তরে ১২১ বিএসএফ ব্যাটালিয়নের কুকরাদহ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
আটক সাহেব রানীশংকৈল উপজেলার অমরাডাঙ্গী গ্রামের আইজ উদ্দিনের ছেলে ও হেলাল উদ্দিন শাহানাবাদ গ্রামের সেতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছয় মাস আগে হেলাল ও সাহেব আলী ভারতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতে যান। মঙ্গলবার রাতে তারা বাংলাদেশে ফিরছিলেন পথে ওই এলাকা থেকে বিএসএফ তাদের আটক করে।
ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কামাল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়। এর প্রেক্ষিতে বুধবার সকাল সাড়ে ৯টায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফ-বিজিবির পতাকা বৈঠক হয়েছে।
বৈঠকে বিএসএফ জানায়, আটক দু’জনকে ভারতের গোয়ালপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। সে দেশের আইন অনুয়ায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসএফ।