রাজধানীতে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাই

0
198
Print Friendly, PDF & Email

রাজধানীর রামপুরার মোল্লা টাওয়ারের পেছনে মো. জনি (২৬) নামের এক মুরগি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। জনির বাবার নাম আব্দুর রহিম। তারা রামপুরার পশ্চিম উলন রোড এলাকায় থাকেন। মঙ্গলবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

আহত জনি জানান, বাসায় ফেরার সময় মোল্লা টাওয়ারের পেছনে ৫/৭ জন ছিনতাইকারী তার পথ অবরোধ করে। অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করার সময় জনি বাধা দেয়। এসময় ছিনতাইকারীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়।

পরে তার বাবা খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

এ ব্যাপারে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর ভূঁইয়া শীর্ষ নিউজকে জানান, এ ব্যাপারে থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। তবে এরকম একটি ঘটনা শুনেছি। এখন বিস্তারিত বলতে পারছি না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন