রাজধানীতে বিদ্যুৎষ্পৃষ্টে তরুণের মৃত্যু

0
166
Print Friendly, PDF & Email

রাজধানীর রমনা থানার ইস্কাটন রোডে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে আব্দুল জব্বার (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত জব্বার বরিশাল বাকেরগঞ্জের আব্দুল কাদের মোল্লার ছেলে।

নিহতের চাচাতো ভাই খোকন জানান, জব্বার কয়েক দিন আগে ১২০ নিউ ইস্কাটন রোডে চাচার বাসায় বেড়াতে আসেন। মঙ্গলবার বিকেলে ঝড় এলে জব্বার কাপড় তোলার জন্য বারান্দায় যান। কাপড় নিয়ে আসার সময় ভেজা কাপড় বৈদ্যুতিক তারের সঙ্গে আটকে যান তিনি। বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তাকে মৃত বলে ঘোষণা করেন।

বর্তমানে নিহতের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন