রাজ্জাকের ঘূর্ণিতে চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল

0
188
Print Friendly, PDF & Email

বাংলাদেশ ক্রিকেট লিগের এই আসরে চ্যাম্পিয়ন হলো প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। আব্দুর রাজ্জাক বল হাতে দ্বিতীয় ইনিংসে ছয়টি উইকেট নিয়ে ২১৩ রানের বিশাল জয় এনে দিলেন দলকে। আর তিনটি রাউন্ডে দারুণ খেলেও ফাইনালে এসে টানা রানারআপ হলো বিসিবি উত্তরাঞ্চল।

প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল: প্রথম ইনিংস- ২৭১/১০, দ্বিতীয় ইনিংস- ৫৩৬/১০
বিসিবি উত্তরাঞ্চল: প্রথম ইনিংস- ২৩৫/১০, দ্বিতীয় ইনিংস- ৩৫৯/১০
ফল: প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল জয়ী ২১৩ রানে

জয়ের জন্য ৫৭৩ রানের লক্ষ্যে নেমে উত্তরাঞ্চল তিন উইকেট হারিয়ে ৩১৯ রান পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করে। উইকেটে থেকে নাসির হোসেন ও ফরহাদ হোসেন আশা জাগিয়েছিলেন। নতুন দিনের শুরুতেও তারাই ছিল দলের মূল ভরসা।

কিন্তু মঙ্গলবার দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলেই নাসিরকে ৬৭ রানে আল-আমিন হোসেন বোল্ড করলে ভাঙে ১৩২ রানের এই জুটি। পরের ওভারে তানভির হায়দার (১) এলবিডব্লুর ফাঁদে পড়েন মুস্তাফিজুর রহমানের বলে।

সকালেই দ্রুত দুটি উইকেট হারিয়ে হামিদুল ইসলামকে নিয়ে কিছুটা থিতু হওয়ার চেষ্টা করেন ফরহাদ। ৪৪ রানের এই জুটি ভেঙে বড় ব্রেকথ্রু আনেন দক্ষিণের ‍অধিনায়ক রাজ্জাক। হামিদুলকে ২২ রানে বোল্ড করে একে একে ফরহাদ রেজা (১৬) ও ফরহাদ হোসেনকে সাজঘরে পাঠান তিনি।

১৭৭ বলে সেঞ্চুরি পাওয়া ফরহাদ হোসেন ১২৯ রানে এনামুল হকের তালুবন্দি হন। দলীয় ৩৪৫ রানে তিনি মাঠ ছাড়া হলে ১৪ রানের ব্যবধানে সানজামুল ইসলামকে (১) আল-আমিন ও শুভাশিষ রায়কে (৪) রাজ্জাক সাজঘরে পাঠিয়ে জয় নিশ্চিত করেন।

ম্যাচসেরা হয়েছেন দক্ষিণাঞ্চলের ওপেনার ইমরুল কায়েস। দ্বিতীয় ইনিংসে তার ২০৪ রানের সুবাদেই উত্তরাঞ্চলের সামনে বিশাল লক্ষ্য দেয় জয়ী দল।

রাজ্জাক ৩২ ওভার চার বল করে ১০২ রান দিয়ে নিয়েছেন ছয় উইকেট। দুটি পান আল-আমিন।

শেয়ার করুন