মেসি না কস্তা?

0
132
Print Friendly, PDF & Email

বেশ কয়েকদিন ধরে বার্সা শিবিরে হতাশা জেঁকে বসেছে। মৌসুমে স্প্যানিশ সুপার কাপ ছাড়া আর কোনও ট্রফি জেতা হয়নি মেসিদের। কোচের কণ্ঠেও ভেসে উঠেছে না পাওয়ার চূড়ান্ত বেদনা। এমন সময়ে তাদের সামনে একটু স্বস্তি ফিরে পাওয়ার উপলক্ষ। লা লিগার রবি বারের ‘পড়ে পাওয়া’ ফাইনাল। প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ।

গত রবিবার স্প্যানিশ লিগে বার্সেলোনা আর অ্যাটলেটিকোর ড্রয়ের পর কে জানত এমনটা হবে!  এলচের সঙ্গে ম্যাচ ড্রয়ের চূড়ান্ত হতাশা নিয়ে বার্সেলোনার ফুটবলাররা তখন সদ্য ড্রেসিংরুমে ঢুকেছেন। তাও এমন একটা দলকে না হারাতে পারার হতাশা যারা ২০ দলের লিগে রয়েছে ১৪ নম্বরে। ঠিক তখনই সতীর্থদের সুখবরটা দেন পিকে- অ্যাটলেটিকো মাদ্রিদ হারাতে পারেনি মালাগাকে। মালাগা সেদিন হারলেই আশা অস্ত যেতে মেসিদের।

সমীকরণ এখন এমন দাঁড়িয়েছে যে আগামী রবিবার ঘরের মাঠে দিয়েগো সিমিওনের টিমকে হারালেই চ্যাম্পিয়ন্স লিগে হারের মধুর শোধ তুলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ মেসিদের। আর ১৮ বছর পর লা লিগা খেতাব জিততে অ্যাটলেটিকোর চাই ড্র।

দুই দলের এখন ভরসার নাম মেসি, কস্তা। মেসি হয়তো নিজের সেরা ফর্মে নেই। তবু তিনি যে বড় ত্রাস তা অজানা নয় অ্যাটলেটিকোর। অন্যদিকে এবারের মৌসুমে সিমিওনের বাজির ঘোড়া হয়ে আবির্ভূত হয়েছে দিয়াগো কস্তা। প্রতিটি ম্যাচেই জ্বলে উঠছেন তিনি। মেসিকে নিভিয়ে দিতে রবিবার তিনি কী করবেন তা দেখতে অপেক্ষায় আছে কোটি কোটি ফুটবল ভক্ত। নিশ্চয়ই অপেক্ষায় আছেন কস্তাও। মেসিও নয় কী?

শেয়ার করুন