ভারতে ভোট-পরবর্তী জরিপে বিজেপি এগিয়ে

0
133
Print Friendly, PDF & Email

ভারতের সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে ভোটারদের ওপর চালানো বিভিন্ন সংস্থার জরিপ বা এক্সিট পোলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটই বিজয়ী হবে বলে পূর্বাভাস পাওয়া গেছে।

সোমবার ভারতে শেষ দফার ভোট গ্রহণের পরই এক্সিট পোলের ফল প্রকাশের ওপর নিষেধাজ্ঞা উঠে যায় তারপর থেকেই বিভিন্ন টেলিভিশন চ্যানেল বা মিডিয়া হাউজ তাদের নিজস্ব জরিপের ফল ঘোষণা শুরু করে।

এই প্রতিটা এক্সিট পোলেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে ঠিকই কিন্তু তারা নিরঙ্কুশ গরিষ্ঠতা পাবে কি না তা নিয়ে আবার মতভেদ দেখা যাচ্ছে।

যেমন সি ভোটার নামে গবেষণা প্রতিষ্ঠান স্বাধীনভাবে যে এক্সিট পোল করেছে তাতে বিজেপি জোটকে দেওয়া হয়েছে ২৮৯টি আসন, অর্থাৎ গরিষ্ঠতার জন্য যে ২৭২টি আসন দরকার তার চেয়েও সতেরোটি বেশি।

আবার ইন্ডিয়া টুডে সংবাদপত্রগোষ্ঠীর জন্য এক্সিট পোল করেছে সিসেরো নামে আরও একটি সংস্থা। তাদের পূর্বাভাস হলো বিজেপি জোটের আসন থাকবে ২৬১ থেকে ২৮৯টির মধ্যে অর্থাৎ গরিষ্ঠতা আসতে পারে, নাও পারে!

অনেকটা একইরকম ফলাফল আইবিএন-সিএসডিএসের। তাদের মতে এনডিএ-র আসন থাকবে ২৭০ থেকে ২৮২র মধ্যে।

টাইমস নাউ চ্যানেলের জন্য এক্সিট পোল করেছে ওআরজি। তারা বলছে বিজেপি জোটের আসন ২৪৯ এ আটকে যাবে। ফলে গরিষ্ঠতার জন্য তাদের লাগবে আরও ২৩টি আসন।

আবার এবিপি-নিয়েলসেনের পূর্বাভাস অনুযায়ী বিজেপি জোট গরিষ্ঠতার চেয়ে সামান্য বেশিই আসন পাবে, ২৮১টি।

পাশাপাশি এই প্রতিটি এক্সিট পোলেই ক্ষমতাসীন ইউপিএ জোট অনেকটা পিছিয়ে আছে। বেশির ভাগ পোলেই তাদের আসনসংখ্যা ৯০ থেকে ৯২ বা একশো-সোয়াশোর মধ্যে থাকবে বলে বলা হচ্ছে। তবে কেবলমাত্র টাইমস নাওয়ের জরিপে তারা পেয়েছে ১৪৮টি আসন!

কিন্তু এটাও মনে রাখা দরকার, এই এক্সিট পোলগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে যথেষ্ঠ সন্দেহ আছে। আর সে কারণেই কংগ্রেসের পক্ষ থেকে এই আলোচনা-অনুষ্ঠানগুলো আজ বয়কট করা হয়েছে। কংগ্রেসের কোনো নেতা বা মুখপাত্রই আজ সন্ধ্যায় কোনো টেলিভিশন চ্যানেলে এক্সিট পোল নিয়ে কোনো আলোচনায় যোগ দেননি।

তাদের যুক্তি হলো, ২০০৪ ও ২০০৯ পরপর দুটো নির্বাচনেই এই এক্সিট পোলগুলোর পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছিল। দুবারই বিজেপি-নেতৃত্বাধীন জোট যত আসন পাবে বলে বলা হয়েছিল তার চেয়ে বাস্তবে অনেক কম আসন পেয়েছিল তারা। আর দুটো ক্ষেত্রেই সরকার গড়েছিল কংগ্রেস।

ফলে কংগ্রেস কেন এই আলোচনা বয়কট করছে তা বোঝা কঠিন নয়, তবে এটাও ঠিক ১৯৯৯ বা তার আগে বেশ কয়েকবার, এমন কী মাত্র চার-পাঁচ মাস আগে চার রাজ্যের বিধানসভা ভোটে এক্সিট পোলের পূর্বাভাস যে মিলেছিল তাতেও কোনো ভুল নেই!

আসলে এই পোলগুলোর পূর্বাভাস যে পুরোপুরি নিখুঁত নয় এটা মানুষ জানে। এমনকী জরিপকারী সংস্থাগুলোও বলছে তাদের হিসেবে তিন থেকে সাত শতাংশ মার্জিন অব এরর থাকতে পারে। আর তাতে আসনসংখ্যারও বিরাট তারতম্য হয়ে যেতে পারে এবং সেগুলো জেনেও সাধারণ মানুষ তুমুল আগ্রহের সঙ্গে এদিন টেলিভিশনের পর্দার সামনে বসেছেন।

শেয়ার করুন