কামারখন্দে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আটক

0
357
Print Friendly, PDF & Email

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আওয়ালকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে সিরাজগঞ্জ ডিবি পুলিশ পাইকোশা গ্রামের আটককৃত চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। সকালে তাকে সিরাজগঞ্জ সদর থানা হেফাজতে পাঠানো হয়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, আটককৃত চেয়ারম্যান আব্দুল আওয়ালের বিরুদ্ধে ট্রেন পোড়ানো, কড্ডার মোড়ে বাস পোড়ানো, পুলিশের উপর হামলা, পুলিশের কাজে বাধা দেয়াসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

শেয়ার করুন