ঋণ আদায়ে ব্যাংকগুলোকে কঠোর হতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

0
108
Print Friendly, PDF & Email

দেশে রাজনৈতিক সহিংসতার কারণে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া নবায়নকৃত ঋণ যেন খেলাপি না হয় তাই সকল তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে সময়মতো ঋণ আদায়ে ব্যাংকগুলোকে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, বিগত ২০১৩ সালে দেশে দীর্ঘকালীন রাজনৈতিক সহিংসতায় স্থবির হয়ে পড়ে অর্থনীতি। ব্যবসা-বাণিজ্যে ধস নামতে থাকে। এতে ব্যাংকগুলোর ঋণ আদায় ও বিতণের ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।

ব্যাংকগুলোর দাবির প্রেক্ষিতে চলতি বছরের জুন পর্যন্ত নবায়ন করার সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। এ সুযোগে চার রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকসহ তফসিলি ব্যাংকগুলো প্রায় ৬০ হাজার কোটি টাকার মেয়াদি ঋণ নবায়ন করেন। এর মধ্যে চার রাষ্ট্রায়ত্ব ব্যাংকেরই রয়েছে প্রায় ৩০ হাজার কোটি টাকা। আগামী জুন মাসে এসব ঋণের নবয়নের সময়সীমা শেষ হয়ে যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত বছর ব্যাপক সহিংসতার নেতিবাচক প্রভাবে সব ব্যাংকই ক্ষতিগ্রস্থ হয়েছে। এর কারণে বিশেষ সুবিধা দিয়ে নবায়নের সুযোগ দেওয়া হয়। অনেক ব্যাংকই মন্দ ঋণ নবায়ন করেছে। ফলে বাংলাদেশ ব্যাংক কঠোর নজরদারি দিয়েছে যেন আবারো এসব ঋণ শ্রেণীকৃত না হয়ে যায়। সব ব্যাংকে এজন্য ঋণ আদায় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। – See more at: http://www.sheershanews.com/2014/05/12/36564#sthash.kjadEqZF.dpuf

শেয়ার করুন