এবার পপস্টার হচ্ছেন সেলিনা জেটলি। জানা যায়, সেলিনা দেশের এলজিবিটি কমিউনিটিদের জন্য পপস্টারের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। ‘এই সবে একটা পপ মিউজিক ভিডিওর কাজ করলাম শেষ করলাম আমি। এখানে গায়িকা হিসেবে আমার আত্মপ্রকাশ। অবশ্য এই কাজটা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে করা। আশা করব শুনে সবার ভালোই লাগবে,’ বললেন সদ্য নতুন ভূমিকায় অবতীর্ণ হওয়া এক কালের বিউটি-পেজেন্ট। ‘আমি কলকাতার মানুষ, আমি জানি কলকাতায় যারা আমাকে ভালোবাসেন তাদের আমার এই প্রয়াস ভালো লাগবে। আমি তাদের সবাইকে বলতে চাই, এই কাজটা আমি নিজের জন্য করিনি, করেছি দেশের জন্য। আমি এ রকম একটা কাজ করতে পেরে গর্বিত,’ বলছেন সেলিনা। এলজিবিটিদের অধিকার প্রচার করার উদ্দেশ্যে এই মিউজিক ভিডিওটি রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে তৈরি হয়েছে। সেলিনা এমনিতে রাষ্ট্রপুঞ্জের ‘ফ্রি অ্যান্ড ইক্যুয়াল’ ক্যাম্পেনের গুডউইল অ্যাম্বাসাডার। কিন্তু এলজিবিটি কমিউনিটির জন্য বানানো একটি মিউজিক ভিডিওর অংশ হতে তাকে প্রথমে উৎসাহিত করেন তার ঘনিষ্ঠ মহলের সদস্যরা। সেলিনার মতে, ‘এই মিউজিক ভিডিও শুধু যে অন্য রকম তাই নয়, এটা এখন অনলাইনেও দেখা যাচ্ছে। ভারতীয়দের পছন্দের কথা মাথায় রেখেই এই পপ মিউজিক ভিডিওটি বানানো হয়েছে। অনেকটা বলিউডি নাচা-গানা স্টাইলে ব্যাপারটা তৈরি হয়েছে।’ এই আড়াই মিনিটের ভিডিওটির নাম ‘দ্য ওয়েলকাম’। সেলিনা এই ভিডিওটিতে লতা মঙ্গেশকরের বিখ্যাত গান ‘উঠে সব কে কদম’ গানটিকেই নতুন ভাবে গেয়েছেন। সেলিনার মতে, মানুষের সঙ্গে সংযোগের সব চেয়ে ভালো রাস্তা হলো সংগীত। কোনো স্বাভাবিক বক্তব্যের চেয়েও গানই সেই পথ যা মানুষের কাছে বার্তা পৌঁছনোর একমাত্র মাধ্যম। সেলিনা স্পষ্টই জানালেন, ‘মানুষের মনের কাছে পৌঁছতে সংগীত হলো এক চমকপ্রদ পন্থা।