নারায়ণগঞ্জে কাউন্সিলরসহ সাত খুনের ঘটনায় অভিযুক্তদের ছয় জনের ব্যাংক ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের খোঁজ পেয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ ঘটনায় দায়ের করা মামলার আসামিরা হলেন- কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইয়াসিন আলী, নূর হোসেনের কর্মচারী হাসমত আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল ইসলাম, যুবদল নেতা আনোয়ার ও বিএনপি সমর্থক ইকবাল হোসেন।
খুনের আগে ও পরের ঘটনায় অভিযুক্ত এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি (স্ত্রী, সন্তান, ভাই, বোন, বাবা, মা ইত্যাদি) ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিচ্ছিন্নভাবে টাকা জমা দেয়া ও উঠানোর ঘটনা ঘটেছে। অথচ গত ছয়মাসে এসব হিসাবে এ ধরনের লেনদেন হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বলেন, ‘অভিযুক্ত এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের যতগুলো ব্যাংক হিসাব চিহ্নিত করা গেছে সেগুলো বাংলাদেশ ব্যাংক তদন্ত করছে। ইতিমধ্যে যে তদন্ত হয়েছে, তাতে দেখা গেছে কিছু হিসাবে নারায়ণগঞ্জের ঘটনার আগে ও পরে ছোট-বড় লেনদেন হয়েছে। তবে এই লেনদেনের সঙ্গে ঘটনার কোনো সম্পৃক্ততা আছে কি না তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।’
এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘কোনো সুনির্দিষ্ট হিসাব সম্পর্কে আমি কোনো মন্তব্য করবো না। এই ঘটনাটির সঙ্গে ব্যাংক লেনদেনের অভিযোগ ওঠায় বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এখনো তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষে প্রয়োজনে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে সব জানানো হবে।’