বিচারককে নিয়ে খালেদার প্রশ্ন

0
102
Print Friendly, PDF & Email

দুর্নীতির দুই মামলায় অভিযোগ গঠন চ্যালেঞ্জ করে বিফল হওয়ার পর এবার নিম্ন আদালতের ওই বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দুর্নীতির ২ মামলায় খালেদার বিচার শুরু

দুই মামলায় খালেদার বিচার চলবে

অভিযোগ গঠনকারী বিচারক ঢাকার বিশেষ জজ বাসুদেব রায়ের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার দুটি রিট আবেদন করেন তিনি।

গেজেট না করে সাধারণ আদেশে দেয়া ওই বিচারকের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না- রিট আবেদনে সেই আদেশ চেয়েছেন খালেদা।

পাশাপাশি বিচারিক আদালতে মামলা দুটির কার্যক্রমে স্থগিতাদেশও চাওয়া হয়েছে।

দুই মামলার বিষয়ে খালেদার পক্ষে ব্যারিস্টার ইশতিয়াক অ্যাসোসিয়েটসের আইনজীবী মো. আসাদুজ্জামান এই আবেদন দুটি করেন। বুধবার এর শুনানির উদ্যোগ নেয়ার কথা বলেছেন তিনি।

আসাদুজ্জামান বলেন,“খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনকারী বিচারক বাসুদেব রায়কে সাধারণ আদেশে বিশেষ ট্রাইব্যুনালে নিয়োগ দেয়া হয়। এভাবে নিয়োগ দেয়া যায় না। গেজেট করে নিয়োগ দিতে হয়।”

গত ১৯ মার্চ জজ আদালতে খালেদা জিয়া

গত ১৯ মার্চ জজ আদালতে খালেদা জিয়া
ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায় ১৯ মার্চ খালেদার উপস্থিতিতে ‘জিয়া দাতব্য ট্রাস্ট’ ও ‘জিয়া এতিমখানা ট্রাস্ট’ দুর্নীতি মামলায় অভিযোগ গঠন করেন।

ওই অভিযোগ গঠন বিধিসম্মতভাবে হয়নি দাবি করে হাই কোর্টে এসেছিলেন খালেদা জিয়া। তবে তার আবেদন খারিজ হয়ে যায়।

এর আগে মামলা দুটি বাতিল চেয়েও উচ্চ আদালতে এসেছিলেন তিনি, তাও নিস্ফল হয়েছিল।

বিএনপির দাবি, খালেদার বিরুদ্ধে এই মামলা রাজনৈতিক ‘উদ্দেশ্যপ্রণোদিত’।

মামলা দুটির বিচার ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিএনপি এরও সমালোচনা করে আসছে।

শেয়ার করুন