৬ মাস পর অপহৃত ব্যক্তির লাশ উদ্ধার

0
249
Print Friendly, PDF & Email

সাইফুল ইসলাম খান (৪৫) এক ব্যক্তি অপহৃত হওয়ার ছয়মাস পর তার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুর আড়াইটায় উপজেলার কালিয়ানের নখিল বিলের মাটির নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, সাইফুলের বাড়ি কালিহাতী উপজেলার আগচারান গ্রামে। তিনি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স টাঙ্গাইলের সখীপুর শাখার ম্যানেজার ছিলেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ২০১৩ সালের ১১ ডিসেম্বর বিকেলে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হন সাইফুল ইসলাম। পরে রাতে সাইফুলের স্ত্রী ফেরদৌসী প্রথমে সখীপুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) ও পরে অপহরণ মামলা করেন। এরপর থেকে পুলিশ অপহৃত সাইফুলকে উদ্ধারে তৎপরতা শুরু করে।

তিনি জানান, গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলা কালিয়ান গ্রামের আশরাফ হোসেনকে সিলেটের জাফলং থেকে গ্রেফতার করে সখীপুর থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আশরাফ স্বীকার করে অপহৃত সাইফুলকে হত্যা করে লাশ গুম করার জন্য সখীপুর উপজেলার কালিয়ানের নখিল বিলে মাটির নিচে বস্তাবন্দি করে পুতে রাখা হয়েছে।

এরপর আজ দুপুরে পুলিশ আশরাফের স্বীকারোক্তি মোতাবেক সেখানে তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় সাইফুলের লাশ উদ্ধার করে। খবর পেয়ে সাইফুলের মামা শ্বশুর শিহাব উদ্দিন জাকির লাশটি সাইফুলের বলে সনাক্ত করেন।

শেয়ার করুন