ঝিনাইদহে দুই দিনের সফরে মজিনা

0
160
Print Friendly, PDF & Email

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা ১১ জন সফর সঙ্গী নিয়ে দুই দিনের সফরে আজ সোমবার ঝিনাইদহে অবস্থান করছেন । জেলার ডেপুটি কালেক্টর বশির আহম্মেদ জানান, মার্কিন রাষ্ট্রদূতের সফর সূচি দূতাবাস থেকে চূড়ান্ত হওয়ার পরই জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি জানান, মজিনার সফর সূচির মধ্যে রয়েছে আজ সোমবার দুপুর আড়াইটার সময় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক। একই দিন বিকাল সোয়া ৩টায় রেডিও ঝিনুক পরিদর্শন করবেন। বিকাল সাড়ে ৪টায় ঝিনাইদহ পেৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর সঙ্গে মতবিনিময়।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার ১৩ মে সকাল ৯টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুইতলা মল্লিকপুরের এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বটগাছ পরিদর্শন। সকাল ১০টার ঝিনাইদহ ক্যাডেট কলেজ পরিদর্শন। বেলা সাড়ে ১১টায় শৈলকুপা উপজেলার বরইপাড়া গ্রামে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামানের বাসভবনে সিভিল সোসাইটির সঙ্গে মতবিনিময় এবং মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ। একই দিন সাড়ে ৩টায় ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ পরিদর্শন। সোয়া ৪টায় ঝিনাইদহ শহরের শেরে বাংলা সড়কে ইউএসএইড পরিচালিত সূর্যের হাসি ক্লিনিক পরিদর্শন। ঝিনাইদহ সার্কিট হাউজে রাত্রি যাপন।

এরপরের দিন বুধবার ১৪ মে সকালে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ঝিনাইদহ ত্যাগ করবেন ড্যান মজিনা

শেয়ার করুন