যেখানে বেশি চুরি হয় মোবাইল

0
128
Print Friendly, PDF & Email

মোবাইল ফোন চুরি হওয়ার ক্ষেত্রে চোরের চাতুরীর চেয়ে আপনার অসতর্কতাও কম নয়! অনেকেই ভুল করে ফোন ফেলে আসেন আর কারও বা চুরি হয়ে যায়। মোবাইল ফোন চুরি হলে চোরের চেয়ে মোবাইল ফোনের মালিককেই বেশি দোষারোপ করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
সম্প্রতি সিয়াটলভিত্তিক তথ্য-সুরক্ষা সেবাদাতা প্রতিষ্ঠান মোজি মোবাইল হারানোর বিষয়টি নিয়ে একটি জরিপ পরিচালনা করেছিল। মোজি দাবি করেছে, যুক্তরাষ্ট্রে চালানো জরিপে তারা অবিশ্বাস্য ফল পেয়েছে। শতকরা ৭০ শতাংশ মানুষই মোবাইল হারানো অভিজ্ঞতা রয়েছে বলে দাবি করেছেন। ১৮ শতাংশ মানুষ মোবাইল চুরি হওয়ার কথা উল্লেখ করেন।সামান্য অসতর্কতায় পকেটমার আপনার পকেট থেকে মোবাইল সরিয়ে ফেলতে পারে
মোজির তথ্য-বিশ্লেষকেরা জানিয়েছেন, আপনি কোথায়, কখন কীভাবে মোবাইল ফোনটি ভুলে ফেলে আসবেন বা হারিয়ে আসবেন তা আগেভাগে বোঝা কঠিন। তবে মোবাইল হারানোর কিছু পিক আওয়ার থাকে। ওই নির্দিষ্ট সময়ে বেশির ভাগ মোবাইল হারানোর আশঙ্কা থাকে। যুক্তরাষ্ট্রে সকাল ৮টা থেকে ৯ টা ও সন্ধ্যা ছয়টা থেকে আটটা পর্যন্ত মোবাইল ফোন হারানোর প্রবণতা বেশি থাকে। এটি মূলত কমিউটার আওয়ার বা কাজে বের হওয়া ও কাজ শেষে গণপরিবহনে ঘরে ফেরার সময়।
মাসের হিসেবে সবচেয়ে বেশি মোবাইল ফোন হারায় জুলাই ও ডিসেম্বর মাসে, দিনের হিসেবে সবচেয়ে বেশি হারায় শুক্র ও শনিবারে। হাফিংটন পোস্টের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গবেষকেরা দাবি করেন, আমরা সাধারণত গণপরিবহন যেমন বাস, ট্রেন, ট্যাক্সিতে বেশি মোবাইল ফোন হারায়। এসব জায়গায় মোবাইল ফোন হারানোর কারণ হচ্ছে পাশের খালি সিটে মোবাইল রেখে দেওয়ার অভ্যাস। গণপরিবহনে যাত্রা শেষে তড়িঘড়ি করে নামতে গিয়ে ভুলে মোবাইল ফেলে আসেন অনেকেই।

চোর ব্যাগ থেকেও মোবাইল সরিয়ে ফেলতে পারেগবেষকেদের পরামর্শ হচ্ছে, মোবাইল হারানো রোধে গণপরিবহনে মোবাইল ফোন নিয়ে বেশি সতর্ক থাকতে হবে। বাস থেকে বা পরিবহণ থেকে নামার আগে মোবাইল ফোনটি পকেট, ব্যাগ বা ব্রিফকেসে ঠিকমতো রাখা হয়েছে কিনা সেটা পরীক্ষা করতে হবে। অনেক সময় বিমানে ওঠার আগেও সিকিউরিটি চেক-ইন করতে গিয়ে মোবাইল নিতে ভুলে যান। এ ধরনের জায়গা থেকে মোবাইল চুরি যাওয়ার আশঙ্কা বেশি থাকে।
রেস্তোরাঁ বা কোথাও খেতে গেলে অনেকেই সেখানকার টেবিলকে কাজের ডেস্ক মনে করে তার ওপর মোবাইলটি রেখে দেন। ফোন হারানোর জন্য এটিও একটি কারণ। ফোন চুরি বা ভুলে ফেলে আসা ঠেকাতে রেস্তোরাঁর খাবার টেবিলে তা না রাখাই ভালো।
কখনও কী কোনো ক্যাশ রেজিস্টারের কাউন্টারের ওপর ফোনটি রেখেছেন বা সঙ্গে করে ড্রেসিং রুমে নিয়ে গেছেন? এই দুটি জায়গায় মানুষ ফোন সবচেয়ে বেশি ভুল করে রেখে আসে আর এখান থেকেই ফোন চুরিও বেশি হয়। জরিপে এরকম তথ্যই উঠে এসেছে।

ফোন চুরি ঠেকাবেন যেভাবে
আপনার সামান্য অসতর্কতাতেই চুরি বা ছিনতাই হয়ে যেতে পারে আপনার প্রিয় ও মূল্যবান স্মার্টফোনটি। এ ধরনের ঘটনায় কী করণীয়? তথ্য-প্রযুক্তি বিশ্লেষকেদের পরামর্শ হচ্ছে, ফোন চুরির ঘটনা ঠেকাতে ব্যবহারকারীকে সতর্ক হতে হবে পাশাপাশি হতে হবে চোরের চেয়েও স্মার্ট।

মোবাইল ব্যাগে রাখার ক্ষেত্রে সচেতন থাকা প্রয়োজনডলফিনের মতো সজাগ থাকুন
ডলফিন ঘুমানোর সময় এক চোখ খোলা রেখে ঘুমায়, অর্থাত্ আকস্মিক কোনো বিপদ বা আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সতর্ক হয়ে থাকে। মোবাইল ফোন ব্যবহারকারীকেও নির্জন পথে বা বিপদজনক এলাকায় হাঁটার সময় চোখ-কান খোলা রেখেই চলতে হবে। কোনো রেস্তোরাঁর টেবিলে, চা-কফির দোকানে মোবাইল ফোন ফেলে রাখবেন না।
ফোন লক করে রাখুন
মোবাইল ফোন চুরি হওয়ার পর সাধারণত চোর সে ফোনটি বন্ধ করে দেয় এবং ফোনটির গুরুত্বপূর্ণ তথ্য মুছে দেয়। অনেক ক্ষেত্রে খুব কম সময়ে মুঠোফোন উদ্ধার করা সম্ভব হলেও গুরুত্বপূর্ণ তথ্য মুছে যায়। তাই স্মার্টফোনের হোম স্ক্রিন লক করে রাখুন। এতে কিছুটা হলেও তথ্য মুছতে বেগ পেতে হবে। তথ্যের ব্যাক-আপ রাখবেন।
মুঠোফোনের গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখুন
মুঠোফোনের মডেল নম্বর, সিরিয়াল নম্বর, আইএমইআই নম্বর সহজে টুকে রাখুন। ফোন চুরি হলে এ তথ্যগুলো পুলিশের কাছে অভিযোগ জানাতে কাজে লাগবে। অনেকেই প্রশ্ন করেন আইএমইআই কীভাবে জানব? মোবাইল ফোনের আইএমইআই নম্বর জানতে ‘স্টার হ্যাস ০৬ হ্যাস’ ডায়াল করুন। ব্যাটারির নীচে মুঠোফোনের লেবেলে আইএমইআই ও সিরিয়াল নম্বর থাকে।

খাবার টেবিলে ভুল করে ফোন রেখে আসেন অনেকেইট্র্যাকিং অ্যাপ্লিকেশন ব্যবহার
যদি চুরি যাওয়া মুঠোফোন চালু হয় তবে ট্র্যাকিং অ্যাপ্লিকেশন কাজ করে। সাধারণত চুরির পরপরই চোর সে মুঠোফোন বন্ধ করে দেয় এবং ফোন চালু করার আগে ট্র্যাকিং প্রযুক্তিকে বিভ্রান্ত করতে প্রযুক্তি ব্যবহার করে। তারপরও সতর্কতার জন্য বিভিন্ন ট্র্যাকিং অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখতে পারেন। আইফোনের জন্য বিনামূল্যের ট্র্যাকিং অ্যাপ্লিকেশন হচ্ছে ‘ফাইন্ড মাই আইফোন’। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ‘হোয়ার ইজ মাই ড্রয়েড’, ‘লুকআউট’ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। অ্যাপ্লিকেশন স্টোরে দূর থেকে মোবাইল লক করে দেওয়ার বিভিন্ন অ্যাপ্লিকেশন পাবেন।
ফোন চুরি হয়ে গেলে করণীয়
দ্রুত আপনার মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানে সিম কার্ড বন্ধ করতে জানিয়ে দিন। আইনশৃঙ্খলা বাহিনীকে আপনার মোবাইল চুরি বা ছিনতাইয়ের ঘটনা জানান।

শেয়ার করুন