আস্থা ফিরেও ফিরছে না!

0
227
Print Friendly, PDF & Email

মাঝে মধ্যে শেয়ারবাজারে নিয়ন্ত্রক সংস্থার খুবই ইতিবাচক ও সাহসী ভূমিকা দেখা যায়। এতে বিনিয়োগকারীরা নতুন করে বাজার সম্পর্কে আশাবাদী হয়ে উঠেন। কিন্তু অধিকাংশ সময়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর নেতিবাচক ভূমিকার কারণে বাজারে অস্থিরতা শুরু হয়। আর এ কারণে বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরতে না ফিরতে তারা আবার নিরাশ হয়ে পড়েন।

বর্তমান বাজার নিয়ে কথা বলতে গিয়ে বেশ কয়েকজন ভুক্তভোগী বিনিয়োগকারী শেয়ারনিউজ২৪.কম প্রতিনিধিকে এসব কথা বলেন।

তারা বলেন, চলমান বাজারে সূচকও লেনদেনে গতি না আসলে সাধারণ বিনিয়োগকারীদের পুরোপুরি আস্থা ফেরাতে কঠিন হবে।

তারা অভিযোগ করেন, অনেক বড় এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও দীর্ঘদিন থেকে সাধারণ বিনিয়োগকারীদের ন্যায় আচরণ করছে। লোকসানের দোহাই দিয়ে তারা বাজারের বাইরে অবস্থান করছে। এতে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে বাজার নিয়ে হতাশা দেখা যাচ্ছে।

অভিজ্ঞ বিনিয়োগকারী রফিকুল ইসলাম বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মাঝে পুরোপুরি আস্থা ফিরছে না।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগ কার্যক্রম থেকে নিজেদের গুটিয়ে রাখায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন।

এদিকে সিকিউরিটিজ হাউজ কর্মকর্তারা জানিয়েছেন, বিনিয়োগকারীরা বাজারের প্রতি পুরোপুরি আস্থা ফিরে না পাওয়ায় হাউজগুলোতে লেনদেন বাড়ছে না।

সচেতন বিনিয়োগকারীরা জানিয়েছেন, সুযোগসন্ধানী চক্রের আনাগোনার ফলে বাজার কোনভাবেই স্থিতিশীল হতে পারছে না। ফলে বিনিয়োগকারীদের বাজারের প্রতি পুরোপুরি আস্থা ফিরছেনা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে সুযোগসন্ধানী চক্রের আনাগোনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অজানা নয়। এসব চক্রের প্রধান কাজ হচ্ছে কোনো না কোনোভাবে ইস্যু তৈরি করে সাধারণ বিনিয়োগকারীদের ঠকিয়ে ফায়দা হাসিল করা। আর এর হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করছে স্বল্পমূলধনী ও দুর্বল মৌলভিত্তির কোম্পানির শেয়ার। স্বল্পমূলধনী হওয়ার কারণে এসব শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়লেও সার্বিক সূচকে তেমন প্রভাব পড়ে না। তাই সূচক একই বৃত্তে রেখে এক শ্রেণীর চতুর বিনিয়োগকারী সাধারণ বিনিয়োগকারীদের জিম্মি করে তাদের ফায়দা হাসিল করছে। এতে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা দিন দিন আরও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। যা দেখে নতুন বিনিয়োগকারী যেমন আসছেন না তেমনি পুরাতনদের মাঝেও আস্থার সঙ্কট কাজ করছে।

শেয়ার করুন